দুর্গাপুর দর্পণ, ২৩ জুন ২০২৪: তিনদিন ধরে নিখোঁজ শহরের নামী ভলিবল খেলোয়াড়। অভিযোগের তির এক পার্লারের মালকিন ও তাঁর স্বামীর দিকে। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার তাঁর পরিজনেরা দুর্গাপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
দুর্গাপুরের বি-জোনের ইস্পাত পল্লীর বাসিন্দা সমীর পন্ডিত গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হন ঘনিষ্ঠ বন্ধু শিবনাথ শাসমলের সঙ্গে। মনে করা হচ্ছে সমীরকে নিয়ে তিনি সেপকো টাউনশিপের বাড়িতে যান। এলাকাবাসীর অভিযোগ, এরপর থেকেই আর কোনও খোঁজ নেই সমীরের। অথচ সমীরের মোবাইল পাওয়া গিয়েছে শিবনাথের বাড়ি থেকেই। ইস্পাত পল্লীর তৃণমূল কর্মী মহম্মদ নিয়াজের অভিযোগ, শিবনাথ নিজেকে সেনা কর্মী বলে পরিচয় দেন ও গাড়িতেও আর্মি লেখা থাকে। তাঁর স্ত্রী সিটি সেন্টারে একটি পার্লার চালান বলে জানান তিনি।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
সমীরের প্রতিবেশী মহিলা সুমিতা সাহার অভিযোগ, পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করার ৩দিন পরেও খোঁজ মেলেনি সমীরের। এলাকায় ভাল ছেলে বলে পরিচিত সমীর। এদিন শিবনাথ, তাঁর স্ত্রী সহ আরও দুজনকে ডেকে পাঠায় দুর্গাপুর থানার পুলিশ। সুত্রের খবর, শিবনাথের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এদিন থানা থেকে বেরনোর মুখে ইস্পাত পল্লীর বাসিন্দাদের বিশেষ করে মহিলাদের ব্যাপক বিক্ষোভের মধ্যে পড়েন শিবনাথ ও তাঁর স্ত্রী। সূত্রের খবর, শিবনাথের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল সমীরের। সমীরের খোঁজ পেতে সব দিক খতিয়ে দেখছে দুর্গাপুর থানার পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।