কাঁকসা: কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের চারিপাড়ায় আদিবাসী সমাজের উদ্যোগে দুই দিনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। মঙ্গলবার এবং বুধবার ধরে চলে এই প্রতিযোগিতা। জেলার বিভিন্ন প্রান্তের ১৬ টি দল যোগ দিয়েছিল। বুধবার সন্ধ্যায় ফাইনালে মুখোমুখি হয় ফারাকিডাঙা আদিবাসী পাড়া এবং কুলডিহা বাগান পাড়া। চ্যাম্পিয়ন হয় কুলডিহা বাগানপাড়া।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
দুই দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়া ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ, বেস্ট গোলকিপার সহ নানা পুরস্কার দেওয়া হয়। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় সহ বিশিষ্টরা। উত্তম মুখোপাধ্যায় বলেন, “জঙ্গলমহলের ভেতর আদিবাসী গ্রামের এই খেলা বাড়তি উৎসাহ জোগাচ্ছে যুবসমাজের মধ্যে। আমরা সমস্ত রকম ভাবে পাশে থাকার চেষ্টা করি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।