দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ জুলাই ২০২৪: বর্ষায় বৃষ্টি নেই। নেই সেচের কোনও ব্যবস্থা। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পান্ডবেশ্বর এলাকায় চাষাবাদ চলছে কার্যত ভগবান ভরসা করে। আষাঢ় মাসে বর্ষা হয়নি। শ্রাবণেও এখন পর্যন্ত বর্ষার প্রভাব সেভাবে লক্ষ্য করা যায়নি। যার ফলে বৃষ্টিপাতের অভাবে চাষের ব্যাপক ক্ষতি খনি অঞ্চল পাণ্ডবেশ্বরে। এখানকার বহু মানুষ আজও কৃষি কাজের সঙ্গে যুক্ত। তবে এবারে বৃষ্টির অভাবে চাষ সেভাবে হচ্ছে না। চাষীদের মাথায় হাত।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
পাণ্ডবেশ্বরের কুমারডিহি এলাকার চাষী রীতা বাগদি ও অরুণ বাগদিরা জানান, এবারে বর্ষা তেমনভাবে হয়নি, তাই এখনও পর্যন্ত মাঠে বীজ রোপনের কাজ জোর কদমে শুরু হয়নি। তবে গত কয়েকদিন কয়েক পশলা বৃষ্টিতে এক বুক আশা নিয়ে মাঠে বীজ রোপন করতে নেমে পড়েছেন তাঁরা। চাষের একমাত্র ভরসা এখন ইসিএল খনির নিচ থেকে যে জল উপরে তুলে ফেলে, সেই জল। এই এলাকায় বহু মানুষ খনির কাজে নিযুক্ত হলেও অনেক মানুষ আছেন যাঁরা চাষের কাজের সঙ্গে যুক্ত। তবে অধিকাংশ মাঠ ফাঁকা। আগাছায় ভরেছে মাঠ ঘাট। বহু চাষী এবার চাষ করতে সাহস পাচ্ছেন না। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।