তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে অনশনে বসলেন সেই ‘ছদ্মবেশী’ প্রিয়াঙ্কা

দুর্গাপুর দর্পণ, বাঁকুড়া, ২৮ জুলাই ২০২৩: বাঁকুড়ার (Bakura) ওন্দার তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে অনশনে বসলেন সেই প্রিয়াঙ্কা গোস্বামী। ইনি সেই প্রিয়াঙ্কা, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় বৃদ্ধার ছদ্মবেশে হাজির হন। এবারের অনশনের দাবি, ‘প্রতারিত’ চাকরিপ্রার্থীদের টাকা ফেরত দিতে হবে। এই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়।
জানা গিয়েছে, অনশন শুরুর কিছু ক্ষণের মধ্যেই অবশ্য দলীয় কার্যালয়ে তালা দিয়ে চলে যান তৃণমূলের নেতা-কর্মীরা। পাশাপাশি, ওই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা আশিস দে-কে দল থেকে বহিষ্কার দাবিতে সরব হয়েছেন প্রিয়াঙ্কা। অভিযোগ, প্রায় ৭০ জনের কাছ থেকে মাথা পিছু ৫০ থেকে ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ওঠে ওন্দা ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক আশিস দে-র বিরুদ্ধে। কর্মপ্রার্থীদের দাবি, তাঁরা কিছু দিনের জন্য একটি সংস্থায় কাজ করেন কিন্তু বেতন পাননি। পরে সংস্থাটিও বেপাত্তা হয়ে যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।