জুবিলি মোড়ের কাছে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩ যুবক

দুর্গাপুর দর্পণ, আসানসোল, ২৬ জুলাই ২০২৩: মঙ্গলবার গভীর রাতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোল উত্তর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের জুবিলি মোড়ের কাছে ভয়াবহ দুর্ঘটনায় ৩ যুবকের মৃত্যু হয়েছে। কাজ সেরে বাইকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, ১৯ নম্বর জাতীয় সড়ক মেরামতির কাজ চলছে। সেখানে তাঁদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায়। রাস্তায় ছিটকে পড়েন তিনজন। তাদের উপর দিয়ে তখন ট্রাক বা লরি জাতীয় কোনও যান চলে যায়। তড়িঘড়ি স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, দু’জনের বাড়ি ধাদকায়, একজনের বাড়ি মহিশীলা কলোনিতে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।