September 29, 2023

ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, অল্পের জন্য বাঁচলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি

দুর্গাপুর দর্পণ, বর্ধমান, ২৮ জুন ২০২৩: ভয়াবহ দুর্ঘটনার কবলে বিজেপি (BJP) নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) গাড়ি। কলকাতা যাওয়ার পথে বর্ধমানের (Bardhaman) কাছে দুর্ঘটনাটি ঘটে। অল্পের জন্য রক্ষা পান জিতেন্দ্র। গাড়ির চালক এবং সঙ্গে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদেরও কোন চোট লাগেনি। বর্ধমানের কাছে একটি অ্যাম্বুলেন্সকে বাঁচাতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর গাড়িটি উল্টে যায়।

জিতেন্দ্র বলেন, তৃণমূলের প্রতিহিংসার রাজনীতির জন্য আসানসোল ছেড়ে কলকাতায় থাকতে হচ্ছে আমাকে। তবে আমি আসানসোল শিল্পাঞ্চলবাসীর পাশে আগের মতই আছি। নিয়মিত আসানসোল সংলগ্ন এলাকাগুলিতে আসি। যাতে মানুষ সহজেই আমাকে পান সে জন্য হেল্প লাইন নম্বর চালু করেছি। দুর্ঘটনার খবর পেয়ে আসানসোল থেকে বহু মানুষ আমাকে ফোন করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: