দুর্গাপুর: ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল দুর্গাপুরে। নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের ডিভাইডারে উঠে ঝুলে গেল ট্রেলারের ইঞ্জিন। ১৯নং জাতীয় সড়কের ডিভিসি মোড়ে দুর্ঘটনাটি ঘটে। চোট পান চালক ও খালাসি। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। জানা গিয়েছে, তারের বান্ডিল বোঝাই ট্রেলারটি ডিভিসি মোড়ের উড়ালপুলে উঠছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের ইঞ্জিনটি উড়ালপুলের ডিভাইডারের উপর উঠে যায়। ঝুলতে থাকে সেটি। তবে ট্রেলারটি মাল বোঝাই থাকায় নিচে পড়া থেকে আটকে যায়। বড় বিপদ থেকে বেঁচে যান চালক ও খালাসি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ বাঁকুড়ার দিক থেকে আসছিল ট্রেলারটি। ডিভিসি মোড়ের উড়ালপুলে ওঠার সময় দুর্ঘটনাটি ঘটে। উড়ালপুলের নিচ দিয়ে চলে গিয়েছে ১৯ নম্বর জাতীয় সড়ক। ট্রেলারটি নিচে পড়ে গেলে ওই সময় জাতীয় সড়ক দিয়ে যাওয়া যে কারোর বড় বিপদ ঘটতে পারতো। স্থানীয়দের অভিযোগ, উড়ালপুলের পরিকাঠামোয় গলদ রয়েছে। তাই এই ধরনের দুর্ঘটনা ঘটছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।