Durgapur: ভোরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ আগস্ট ২০২৩: সোমবার সকালে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসা থানার মুচিপাড়ার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনায় ৪ জন জখম হন। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, ভোরে কোন কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি সোজা ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। গাড়িটি পানাগরের দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিল।