
দুর্গাপুর: আচমকা শোনা গেল বিকট এক শব্দ। ছুটে এলেন স্থানীয়রা। তাঁরা দেখলেন, রাস্তায় পড়ে আছে বাইক। বাইক আরোহী ছিটকে গিয়ে পড়েছেন রাস্তার পাশের নিকাশি নালার ভিতরে। বেপরোয়া গতিতে পালাচ্ছে একটি বিলাসবহুল গাড়ি। স্থানীয়রাই ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে বিধাননগরে আইআরবি ক্যাম্পের কাছে। তড়িঘড়ি বিধান নগর ফাঁড়ির পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
পুলিশের সহযোগিতায় স্থানীয়রা ওই ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। ধাক্কার জেরে গাড়ির নম্বর প্লেট ভেঙে পড়ে যায়। পুলিশ সেটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুতর জখম ওই ব্যক্তির নাম সঞ্জয় পাল। বিধাননগরের ঝর্ণা পল্লীর বাসিন্দা। গাড়ির খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। পুলিশ জানিয়েছে, গাড়িটির মালিকও ঝর্ণা পল্লীতেই থাকেন। দ্রুত গাড়িটি ধরে ফেলা হবে বলে জানিয়েছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
