নদিয়ায় সিভিক ভলান্টিয়ার-সহ তিনজনের মৃত্যু দুর্ঘটনায়

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৭ আগস্ট ২০২৩: নদিয়ায় (Nadia) ধুবুলিয়া থানা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বুধবার রাতে লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক সিভিক ভলান্টিয়ার-সহ তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কোতয়ালি থানার কৃষ্ণনগরের শিমুলতলা এলাকায়।
গভীর রাতে চারজন একটি গাড়ি করে বাড়ি ফিরছিলেন। গাড়ির সঙ্গে দশ চাকার লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে জানান। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সৌগত কানু, দেবাশিস বিশ্বাস, নয়ন সরকার। তিনজনেরই বাড়ি শিমুলতলা এলাকায়।
নয়ন সিভিক ভলান্টিয়ার ছিলেন। দুর্ঘটনায় গুরুতর জখম হন বিজয় কেশব। তিনি আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে। তাঁর বাড়ি খড়গপুর। তিনি ব্যবসায়িক কাজে নদিয়ায় এসেছিলেন। পুলিশ জানিয়েছে, তাঁর বাড়িতে খবর দেওয়া হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।