
দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ৩১ ডিসেম্বর ২০২৩: ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অ্যাম্বুলেন্স। জখম চালক। শনিবার বিকেলে পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে এক রোগীকে দোমড়া সংলগ্ন মাজুরিয়া এলাকায় পৌঁছে দেওয়া হয় স্বাস্থ্য কেন্দ্রের অ্যাম্বুলেন্সে করে। ফেরার পথে পানাগড়- দুবরাজপুর রাজ্য সড়কে পিয়ারিগঞ্জের কাছে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি।
স্থানীয়রা চালককে উদ্ধার করেন। খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। পুলিশ আহত চালককে উদ্ধার করে পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। দুর্ঘটনার জেরে ব্যহত হয় যান চলাচল। স্থানীয়দের অভিযোগ, ওভার লোড ট্রাক এবং ডাম্পার প্রচণ্ড গতিতে যাতায়াত করে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। পুলিশ তৎপর নয় বলেও অভিযোগ তোলেন তাঁরা।
WhatsApp Group
Join Now