দুর্গাপুর দর্পণ, বুদবুদ, ১৩ মার্চ ২০২৪: পরিযায়ী শ্রমিক ছেলের খোঁজে গিয়ে বাবাও নিখোঁজ। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) বুদবুদ থানার মানকর গ্রামের এক অসহায় মহিলা। মুম্বাইয়ে কাজে গিয়েছিল মানকরের বাসিন্দা সুমন আঁকুরে। ৯ মাস আগে মাকে ফোন করে বলে, এখনই ৩ হাজার টাকার খুব প্রয়োজন। তার মা কোনরকমে ২ হাজার টাকা পাঠান।
সুমন তখন জানায়, কী সমস্যা সব পরে সে জানাবে। তারপর থেকে ছেলের কোনও খোঁজ নেই বলে জানান সুমনের মা পূর্ণিমা। বহু কষ্টে মুম্বই গিয়ে সেখানে ছেলের নিখোঁজ ডায়েরি করে পরিবার। দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েন সুমনের বাবা ভোলানাথ।
চিকিৎসার জন্য কয়েক দিন আগে বর্ধমান গিয়ে সেখান থেকে তিনিও নিখোঁজ হয়ে যান। কয়েক মাসের ব্যবধানে এভাবে বাবা-ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভোলানাথবাবুর নিখোঁজ ডায়েরি করা হয়েছে বর্ধমান থানায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।