মর্মান্তিক! ফুল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা ও ছেলের

দুর্গাপুর দর্পণ, বনগাঁ, ২ আগস্ট ২০২৩: মর্মান্তিক ঘটনা ঘটে গেল বনগাঁর (Bangoan) বাগদার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের মাগুরকোনা এলাকায়। ফুল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। এলাকায় শোকের ছায়া। জানা গিয়েছে, মৃত সমীরচন্দ্র দাস ও ছেলে বিকাশ দাস রোজকার মতো এদিনও সকালে ফুল তুলতে বের হন।
জানা গিয়েছে, রাস্তার পাশে একটি ছোট গাছের ডাল পড়ে থাকতে দেখে সেটা তুলতে গিয়ে বিপদ ডেকে আনেন তাঁরা। বিদ্যুৎস্পৃষ্ট হন সমীরবাবু। তাঁকে ছাড়াতে গিয়ে বিকাশও বিদ্যুৎস্পষ্ট হন। প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বৃষ্টির জন্য কোনও ভাবে শর্ট সার্কিট হয়ে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে।