
বর্ধমান: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার পঞ্চম তথা অন্যান্য শ্রেণিতে নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠান সূচনা করেন প্রধান শিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত। এদিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনাও দেওয়া হয়। প্রত্যেকের হাতে উপহার হিসাবে মিষ্টি, কলম ও ফাইল।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
শিক্ষক কমল সাহা ছোট প্রশ্নের উত্তরে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন। বিদ্যালয়ের সহ-শিক্ষক শ্রীযুক্ত দীপ্ত সুন্দর মুখোপাধ্যায় একাদশ ও দ্বাদশে সর্বাধিক উপস্থিতির পুরস্কার প্রদান করা হয় জন্য ছাত্র অনিমেষকে। প্রধান শিক্ষক বলেন, যে ছাত্র প্রতিদিন বিদ্যালয়ে আসবে সে অন্তত ৬৫% নম্বর পাবেই। নিয়ম মেনে পরীক্ষা দেওয়ার উপদেশ দেন তিনি। ঈপ্সিতা ও হেমার নাচ, প্রীতম ও কোয়েলের কণ্ঠে ‘পুরনো সেই দিনের কথা’ রবীন্দ্রসঙ্গীত মনোজ্ঞ হয়ে ওঠে। সুস্মিতা, মৌসুমীদের স্কুল নিয়ে স্মৃতিচারণায় মন ভারাক্রান্ত হয়ে ওঠে সবার। শিক্ষিকা সুশ্বেতা সাহা ও নবম ছাত্রীরা সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষক সৌমেন লাহা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
