দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৬ সেপ্টেম্বর ২০২৩: মঙ্গলবার রাতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার বিদবিহার উপ-স্বাস্থ্য কেন্দ্রে মোমবাতি জ্বেলে ফাইলেরিয়া টেস্ট করা হয়। আশপাশের বাসিন্দারা অনেকেই আসেন ফাইলেরিয়া টেস্ট করাতে। চিকিৎসক এ লাহা জানিয়েছেন, সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে এই টেস্ট করা হচ্ছে। ধরা পড়লে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন- Breaking. হড়পা বানে ভেসে গেল ব্রিজ, মাঝ নদীতে আটকে ডাম্পার!
প্রসঙ্গত, রাজ্যজুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর মাঝেই আবার কেউ যাতে ফাইলেরিয়ায় আক্রান্ত হয়ে না পড়ে সেজন্য রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে রাজ্যের প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রেই শুরু হয়েছে ফাইলেরিয়া টেস্ট। বিদবিহারেও তা হচ্ছে। স্বাস্থ্য দফতরের আধিকারিক কর্মীদের পাশাপাশি পঞ্চায়েত সদস্যরা রয়েছেন সেখানে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।