দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩০ জুলাই ২০২৪: প্রায় দু’বছর তিহাড় জেলে বন্দি থাকার পর অবশেষে গরু পাচার মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। তদন্তে সবরকম সাহায্য করবেন এই মর্মে জামিন পেয়েছেন তিনি। সিবিআই মামলায় জামিন হলেও ইডির মামলায় এখনও জামিন মেলেনি। তাই আপাতত জেলেই থাকবেন তিনি।
২০২২ সালের ১১ আগস্ট গরু পাচার মামলায় সিবিআই বীরভূমের নিচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকে গ্রেফতার করে অনুব্রতকে। প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল তাঁকে। পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়। তখন থেকে তিহাড়েই বন্দি রয়েছেন অনুব্রত। ওই একই মামলায় ২০২২ সালের নভেম্বরে ইডি তাঁকে গ্রেফতার করে।
সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। শুনানিতে তাঁর আইনজীবী সওয়াল করেন, গরু পাচার মামলায় অন্যান্য অভিযুক্তেরা জামিন পেয়েছেন। শুধু অনুব্রত জামিন পাননি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট মঙ্গলবার শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
জানা গিয়েছে, সুপ্রিম কোর্ট জামিন দেওয়ার সময় তিনটি শর্ত দিয়েছে। তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে। বিচারপ্রক্রিয়া শুরু হলে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। কোনও ভাবেই সাক্ষীদের উপর প্রভাব খাটানো যাবে না। খুব তাড়াতাড়ি ইডির মামলার শুনানি হবে দিল্লি হাইকোর্টে। সেই মামলায় যত দিন পর্যন্ত না জামিন মিলছে, তত দিন পর্যন্ত জেলেই থাকতে হবে অনুব্রতকে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।