September 28, 2023

Durgapur: অবশেষে জেমুয়ায় শুরু হল বাস পরিষেবা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১০ আগস্ট ২০২৩: অবশেষে মিনিবাস পরিষেবা শুরু হল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) জেমুয়ায়। বৃহস্পতিবার পরিষেবার উদ্বোধন করা হয়। লকডাউনের আগে এই রুটে বাস চলত। কিন্তু বেহাল রাস্তা ও যাত্রী না হওয়ার কারণে পরিষেবা বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার থেকে ফের সেই পরিষেবা চালু হলে বলে জানিয়েছেন মিনিবাস মালিক সংগঠনের তরফে কাজল দে।

জেমুয়া, পরাণগঞ্জ, হরিবাজার প্রভৃতি গ্রামের বাসিন্দাদের এতদিন বাস ধরার জন্য ফুলঝোড়ে যেতে হত। এখন থেকে গ্রামেই তাঁরা বাস পেয়ে যাবেন। প্রতিদিন ৫টি করে বাস এই রুটে যাতায়াত করবে বলে জানা গিয়েছে। প্রান্তিকা-স্টেশন ভায়া জেমুয়া হয়ে বাসগুলি চলবে। খুব শীঘ্র সিটি সেন্টারের সঙ্গেও এখানকার বাস যোগাযোগ গড়ে উঠবে বলে আশ্বাস দেন কাজল দে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: