Durgapur: অবশেষে স্বস্তির বৃষ্টি নামল শিল্পাঞ্চলে

WhatsApp Group
Join Now
দুর্গাপুর দর্পণ, ১১ জুন ২০২৪: একটানা তীব্র দহনের পরে অবশেষে স্বস্তির বৃষ্টি নামল। হাঁফ ছেড়ে বাঁচলেন সবাই। এদিন বিকাল চারটা নাগাদ আচমকা আকাশ কালো মেঘে ঢেকে যায়। কিছুক্ষণ পরে শুরু হয় ঝড়। তার কিছু পরেই নামে বৃষ্টি। মুষলধারে না হলেও মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর শহর ও সংলগ্ন এলাকায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।