দুর্গাপুর, ১৭ এপ্রিল ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের এক চিকিৎসককে কলকাতা পুলিশের আধিকারিকের পরিচয় দিয়ে সাইবার প্রতারণার অভিযোগে রাজস্থান থেকে জয়েশ পতিদার নামে এক চা বিক্রেতাকে গ্রেফতার করে দুর্গাপুরে নিয়ে এসেছে পুলিশ। রাজস্থান থেকে ৬দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে মঙ্গলবার তাকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের ওই চিকিৎসকের মোবাইলে ফোন আসে। কলকাতা পুলিশের আধিকারিকের পরিচয় দিয়ে বলা হয়, তাঁর গাড়ি কলকাতায় দুর্ঘটনার কবলে পড়েছে। মামলা এড়াতে ৩৭,৫০০ টাকা অনলাইনে পাঠাতে হবে। তিনি দ্রুত সেই টাকা পাঠিয়ে দেন। এরপর রশিদ চাইতে গেলেই ফোন বন্ধ করে দেয় প্রতারক। বিষয়টি বুঝতে পেরে দুর্গাপুরের বিজোন ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নামে দুর্গাপুর থানার পুলিশ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশি তদন্তে উঠে আসে প্রতারক রাজস্থানের জয়পুরের বাসিন্দা। সোমবার রাজস্থানের দোবারা থানার পুলিশকে সঙ্গে নিয়ে জয়পুরে হানা দেয় দুর্গাপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয় জয়েশকে। সে আমেদাবাদে চায়ের দোকানে কাজ করে। ধৃতকে হেফাজতে নিয়ে দুর্গাপুর থানার পুলিশ পুরো চক্রের হদিস পেতে চাইছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।