দুর্গাপুর: বুধবার সকালে দুর্গাপুরের মহকুমাশাসকের দপ্তরের পাশে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ দুর্গাপুরের মহকুমাশাসকের দপ্তরের পাশের জঙ্গলে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন দপ্তরের কর্মীরা। খবর দেওয়া হয় দুর্গাপুরের দমকল বিভাগে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
দ্রুত দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের আধিকারিক অসীম কুমার গায়েন বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত চলে আসি। আগুন তেমন জোরালো ছিল না। প্রচুর ধোঁয়া বের হচ্ছিল। দশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।