দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ১২ আগস্ট ২০২৪: ইসিএল কর্মীর আবাসনে আগুন। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) অন্ডাল থানার অন্তর্গত খাস কাজোড়া এলাকার এক ইসিএল কর্মীর বাড়িতে রবিবার রাতে আগুন লাগে। কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। ভস্মীভূত হয়ে ২টি স্কুটি, ওয়াশিং মেশিন সহ বাড়ির অন্যান্য আসবাব পত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। পুলিশ তদন্ত শুরু করেছে।
ওই আবাসনে ইসিএল কর্মী রঞ্জু দেবী তাঁর দুই মেয়েকে নিয়ে থাকেন। রঞ্জু দেবীর অভিযোগ, কে বা কারা আগুন লাগিয়ে দেয়। দুটি নতুন স্কুটি, একটি ওয়াশিং মেশিন পুড়ে যায়। আরও ভয়াবহ কিছু ঘটতে পারত ভেবে আতঙ্কিত তাঁরা। এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
ঘটনার খবর পেয়ে সেখানে যান জেলা পরিষদের সহ-সভাপতি বিষ্ণুদেব নুনিয়া। তিনি বলেন, “দেখে মনে হচ্ছে কেউ ব্যক্তিগত শত্রুতার কারণে আগুন ধরিয়ে দিয়েছে। এই ধরনের ঘটনা খাস কাজোড়া এলাকায় কখনও ঘটেনি। তদন্ত শুরু করেছে পুলিশ। আশা করি খুব শীঘ্র অভিযুক্তরা ধরা পড়বে এবং কড়া ব্যবস্থা নেওয়া হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।