আপ কল্যাণী সীমান্ত লোকালে আগুন

দুর্গাপুর দর্পণ, কল্যাণী, ৫ আগস্ট ২০২৩: আপ কল্যাণী সীমান্ত লোকালে (Kalyani Simanta Local) আগুন লাগল শনিবার সন্ধ্যায়। আতঙ্কে মাঝপথে নেমে পড়লেন যাত্রীরা। জানা গিয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ট্রেনটি শিয়ালদহ স্টেশন ছাড়ে। এরপরেই ট্রেনের প্যানেল বোর্ডে আগুন নজরে আসে। ধোঁয়া দেখে আতঙ্কে যাত্রীরা চেন টেনে দমদমে দাঁড় করিয়ে দেন ট্রেনটিকে।
প্ল্যাটফর্মে নেমে পড়েন যাত্রীরা। আগুন ছড়াতে শুরু করে। রেল পুলিশকে খবর দেওয়া হয়। আসেন রেলের আধিকারিকরা। আগুন নেভানোর ব্যবস্থা করা হয়। কীভাবে আগুন লাগল তার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।