You are currently viewing এডিডিএ’র অগ্নিকান্ডের পরে পরিস্থিতি খতিয়ে দেখতে দুর্গাপুরে দমকলের ডিজি

এডিডিএ’র অগ্নিকান্ডের পরে পরিস্থিতি খতিয়ে দেখতে দুর্গাপুরে দমকলের ডিজি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ সেপ্টেম্বর ২০২৩: সোমবার গভীর রাতে বিধ্বংসী আগুন (Massive fire at Asansol Durgapur Development Authority office) লাগে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (ADDA) ভবনে। প্রায় ১২টি দমকলের ইঞ্জিন ঘন্টার পর ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনে। ভিতরে বহু কাগজপত্র পুড়ে যায়। পুড়ে যায় চেয়ার, টেবিল, কম্পিউটার।শুক্রবার দুর্গাপুরের দমকলের পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন রাজ্যের দমকলের ডিজি রণবীর কুমার। দমকল আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি। একই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং দুই বর্ধমান জেলার বহুতল নির্মাণকারী সংস্থার পরিকাঠামো সম্পর্কেও খোঁজ খবর নেন ডিজি। তিনি জানান, প্রশিক্ষণপ্রাপ্ত পর্যাপ্ত দমকল কর্মী রয়েছেন। অনুমতি মিললেই হাইড্রোলিক ল্যাডারের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন- পুকুরে মাছ চাষ, পুকুর পাড়ে সবজি চাষ- কিন্তু শেষ পর্যন্ত হলটা কী?

জানা গিয়েছে, রাজ্যের দমকলের উন্নততর পরিকাঠামোর জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ডিজি জানান, কলকাতায় ড্রোনের মাধ্যমে অগ্নিনির্বাপন ব্যবস্থার প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করেছে রাজ্য দমকল বিভাগ। জেলাতেও শুরু হবে দ্রুত। বহুতলে অগ্নিসংযোগের ঘটনা ঘটলে যুদ্ধকালীন পরিস্থিতিতে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদী ডিজি রণবীর কুমার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Reply