এডিডিএ’ ভবনে আগুন নেভাতে দমকলের ইঞ্জিন এল রানিগঞ্জ, পানাগড় থেকেও

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ সেপ্টেম্বর ২০২৩: বিধ্বংসী আগুন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (ADDA) ভবনে। সোমবার রাত সোয়া ২টো নাগাদ কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা শৌচালয়ের দিকে প্রথম ধোঁয়া বেরোতে দেখেন। এরপরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অন্যত্র। কাছেই দমকল অফিস। দ্রুত দমকলের একাধিক ইঞ্জিন চলে আসে।
দেখুন ভিডিও
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আসেন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকেরা। আসেন মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়। আগুন নিয়ন্ত্রণে আসছে না দেখে খবর দেওয়া হয় পানাগড়, রানিগঞ্জ, অন্ডাল বিমানবন্দরের দমকল অফিসে। সব জায়গা থেকে দমকলের ইঞ্জিন আসতে শুরু করে। তাতেও সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।