দুর্গাপুরে প্রথম বারের মতো ‘আর্চারি ক্যাম্প’, উদ্বোধক অলিম্পিয়ান রাহুল ব্যানার্জি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ জুন ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে প্রথমবারের মতো দু’দিনের ফিল্ড আর্চারি কোচিং ক্যাম্পের (field archery coaching camp) আয়োজন করেছে পূর্ভ ইন্টারন্যাশনাল স্কুল। গান্ধী মোড় ময়দানে ‘দোলা এবং রাহুল ব্যানার্জি স্পোর্টস ফাউন্ডেশনে’র (Dola and Rahul Banerjee sports foundation) সহযোগিতায় আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন অলিম্পিয়ান, কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী, অর্জুন পুরস্কার প্রাপ্ত তিরন্দাজ রাহুল ব্যানার্জি (Olympian Rahul Banerjee)।
এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত, স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুব্রত চট্টোপাধ্যায় প্রমুখ। আয়োজক স্কুল ছাড়াও শহরের অন্যান্য স্কুলের ছাত্র ছাত্রীরাও এই শিবিরে যোগ দেয়। হাতেকলমে ছেলে মেয়েদের প্রশিক্ষণ দেন ‘দোলা এবং রাহুল ব্যানার্জি স্পোর্টস ফাউন্ডেশন’ থেকে আসা কোচেরা। তিরন্দাজির সর্বশেষ কৌশল এবং দক্ষতা প্রসঙ্গে শিক্ষার্থীদের অবগত করানো হয়।
শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল দেখার মতো। এই প্রশিক্ষণের ফলে ছাত্র ছাত্রীদের আন্তঃস্কুল তিরন্দাজি প্রতিযোগিতা বা রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সুবিধা হবে। স্কুলের অধ্যক্ষ সুব্রত চট্টোপাধ্যায় জানান, এই শিবির আয়োজনের উদ্দেশ্য, শিক্ষার্থীদের ফোকাস, ক্ষমতা, সামাজিক দক্ষতা এবং আত্মবিশ্বাস বাড়ানো। শনিবার শিবিরের শেষ দিন।