দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ জানুয়ারি ২০২৪: শুক্রবার রাজ্যের প্রথম আঞ্চলিক ‘সৃষ্টিশ্রী’ মেলার উদ্বোধন হল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর হাটে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে ও আনন্দধারা প্রকল্পের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার থেকে মেলা চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।
৯০ টি মহিলা স্বনির্ভর গোষ্ঠী নিজ নিজ হস্ত শিল্প নিয়ে এই মেলায় অংশ নিয়েছে। মেলার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক এস পোন্নাবলম, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি সহ অন্যান্যরা। মেলার চার দিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।