দুর্গাপুর: দুর্গাপুরে আয়োজিত হচ্ছে প্রথম ‘সাউথ বেঙ্গল স্টেট কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ’। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট স্পোর্টস হোস্টেল গ্রাউন্ডে। ১১-১২ জানুয়ারি আয়োজিত এই টুর্নামেন্টে দক্ষিণবঙ্গের প্রায় ১৫টি জেলা থেকে প্রায় ৩০০ খেলোয়াড় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে থাকার কথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, কমিশনারেটের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা, এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মন্ডল, বিএসএফ এর ডিআইজি অনিল কুমার সিংহ প্রমুখের।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
অ্যাসোসিয়েশন এর জেলা সম্পাদক ফিরোজ খান জানান, এই টুর্নামেন্ট দক্ষিণবঙ্গের কিকবক্সারদের জন্য সুযোগ নিয়ে আসছে। ভবিষ্যতে তাদের অনেকে রাজ্যের বা দেশের হয়ে কিকবক্সিংয়ে প্রতিনিধিত্ব করবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থাকবে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অংশ নেওয়া খেলোয়াড়রাও। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।