
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বেনাচিতি বাজারের এক জলাশয়ে মাছ ধরতে গিয়ে জালে উঠে আসে একটি কচ্ছপ। ‘বিষ্ণু’র দ্বিতীয় অবতার হিসাবে সেই কচ্ছপকে পুজো করে মাছ ব্যবসায়ীরা ছেড়ে দিলে দামোদরের জলে। তাঁদের এই ভূমিকায় খুশি সবাই।
বুধবার রাতে বেনাচিতি বাজারের ওই জলাশয়ে মাছ ধরার জন্য জাল ফেলেন মাছ ব্যবসায়ীরা। জাল তুলে দেখা যায় মাছের সাথে একটি কচ্ছপও উঠে এসেছে। বৃহস্পতিবার সেই কচ্ছপটিকে সিঁদুর দিয়ে পুজো করেন ব্যবসায়ীরা। তারপর ঝুড়িতে ভরে দুর্গাপুর ব্যারেজে নিয়ে যান। তারপর ছেড়ে দেওয়া হয় দামোদরের জলে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বেনাচিতি বাজারের মাছ ব্যবসায়ী পল্টু ধীবর বলেন, “মাছ ধরতে গিয়ে আমাদের জালে মাঝে মাঝেই কচ্ছপ উঠে আসে। আমরা সেগুলোকে বিক্রি করি না। আমরা জলাশয়ের জলে না ছেড়ে দামোদরের জলে ছেড়ে দিই। সেখানে ছাড়লে ভবিষ্যতে তাদের আর কোনও সমস্যা হবে না। দোল পূর্ণিমার সন্ধিক্ষণে ভগবান বিষ্ণুরূপে পুজো করে দামোদরের জলে ছেড়ে দিয়ে তার দীর্ঘায়ু কামনা করলাম।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
