
দুর্গাপুর: ব্যবসায়ী অপহরণে গ্রেফতার ইসিএলের কর্মী থেকে ইঞ্জিনিয়ার! মোট ৫ জনকে গ্রেফতার করল বুদবুদ থানার পুলিশ। ১০ জানুয়ারি পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) পানাগড়ের বিরুডিহার জয়ন্ত গড়াই নামে এক ব্যবসায়ীকে ১৯ নম্বর জাতীয় সড়কের পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) বুদবুদ থানার সোয়াই মোড়ের হোটেল থেকে অপহরণ করা হয়। শেষ পর্যন্ত তাঁর কাছ থেকে ৬ লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় অপহরণকারীরা।
১৩ জানুয়ারি থানায় লিখিত অভিযোগ হয়। তদন্ত শুরু করে বুদবুদ থানার পুলিশ। গ্রেফতার করা হয় পাঁচ জনকে। যে গাড়িতে করে অপহরণ করা হয়েছিল, সেই গাড়ি ও একটি মোটরবাইক উদ্সাধার হয়। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি, নগদ এক লক্ষ বারো হাজার টাকা এবং কয়েকটি মোবাইল। ধৃতদের নাম অভিজিৎ চক্রবর্তী, সুপ্রিয় খাওয়াস, সঞ্জীব বিশ্বাস, সোহম চ্যাটার্জি এবং বিমলেশ কুমার ঠাকুর। তারা দুর্গাপুর শহর ও কাঁকসার বাসিন্দা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটর ডিসি অভিষেক গুপ্তা সাংবাদিক বৈঠক করে বলেন, “অপহরণ করে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দাবি করা হয়েছিল। শেষ পর্যন্ত ছয় লক্ষ টাকার বিনিময়ে তারা মুক্তি দেয় ব্যবসায়ীকে। এর পিছনে আরও কেউ জড়িত আছে কি না তার তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, পাঁচ জনের মধ্যে দু’জন বি-টেক এবং এম-টেক ইঞ্জিনিয়ার, একজন ইসিএলের কর্মী। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত চালানো হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
