দুর্গাপুর দর্পণ, ২২ জুন ২০২৪: মায়ের সঙ্গে পাঁচ কোটি টাকা প্রতারণার অভিযোগে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের বেনাচিতির প্রসিদ্ধ কাপড়ের দোকানের ‘মালিক’কে গ্রেফতার করেছে পুলিশ। ২১ বছর আগে মা ছোট ছেলে সুরেশ জৈনকে দোকান সামলানোর ভার দিয়ে নিজে দেশের বাড়ি ওড়িশার কটকে চলে যান। অভিযোগ, সুযোগ বুঝে সুরেশ দোকান নিজের নামে করে নেন। বহু চেষ্টা করেও দোকান ফিরে না পেয়ে বড় ছেলেকে দিয়ে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করান মা।
পুলিশ অভিযোগের তদন্ত শুরু করে। শেষ পর্যন্ত শুক্রবার রাতে সুরেশকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বেনাচিতির নিবেদিতা প্লেস এলাকায়। চাঞ্চল্য ছড়ায় বেনাচিতির ব্যবসায়িক মহলেও। ধৃতকে শনিবার দুর্গাপুর আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করে অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ করা হবে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কটকের ওই মহিলা বেনাচিতি বাজারে ২০০৩ সালে তাঁর কাপড়ের দোকান ছোট ছেলেকে সামলাতে দেন। সেই সময় দোকানের জিনিসপত্র ছিল ৯০ লক্ষ টাকার। তারপর একাধিকবার দোকানের হিসাব চেয়েছিলেন ছোট ছেলের কাছে। কোনও হিসাব না পেয়ে তাঁর বড় ছেলে অশোককে দিয়ে ১৮ জুন ছোট ছেলে সুরেশের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই বেনাচিতি থেকে পুলিশ গ্রেফতার করে সুরেশকে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সুরেশ। দাদার বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ তুলেছেন সুরেশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।