দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ৩ আগস্ট ২০২৪: প্রবল বৃষ্টিতে জলমগ্ন হওয়ায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট থেকে বিমান চলাচল বন্ধ ছিল তিন দিন। শেষ পর্যন্ত সোমবার থেকে আবার পরিষেবা স্বাভাবিক হল। শুক্রবার ইন্ডিগোর ব্যাঙ্গালুরু, হায়দরাবাদ ও দিল্লি, তিনটি উড়ানই বাতিল করা হয়। শনিবার চেন্নাই, মুম্বই, ব্যাঙ্গালুরু, হায়দরাবাদ ও দিল্লির উড়ান ছিল।
এয়ারপোর্ট থেকে জল নেমে গেলেও সাফাই কাজ শেষ হয়নি। সব উড়ান বাতিল করা হয়। রবিবার বাতিল করা হয় দিল্লি, হায়দরাবাদ ও বেঙ্গালুরুর বিমান। শেষ পর্যন্ত রবিবার থেকে ফের শুরু হয় পরিষেবা। সকাল ৯:১৯ নাগাদ মুম্বাইয়ের বিমান রানওয়েতে নামে। দুপুর ১:১১ নাগাদ বেঙ্গালুরু এবং দুপুর দুটো নাগাদ নামে হায়দরাবাদের বিমান। বিকাল ৪:০০ টায় দিল্লির বিমান নামবে বলে এয়ারপোর্ট সূত্রে জানা গিয়েছে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।