দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ আগস্ট ২০২৪: প্রবল বৃষ্টিতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট জলমগ্ন হয়ে পড়ে। শুক্রবার সব উড়ান বাতিল করতে বাধ্য হন কর্তৃপক্ষ। জল সব না নামলে শনিবার কি পরিস্থিতি হবে তা বোঝা যাচ্ছে না এখনও। ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে এয়ারপোর্টে ঢোকার রাস্তা জলে ডুবে যায়। এয়ারপোর্টের রানওয়ে, টার্মিনাল সব জলে ভরে যায়। শুক্রবার ইন্ডিগোর ব্যাঙ্গালুরু, হায়দরাবাদ ও দিল্লি, তিনটি উড়ানই বাতিল করা হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
শনিবার চেন্নাই, মুম্বই, ব্যাঙ্গালুরু, হায়দরাবাদ ও দিল্লির উড়ান রয়েছে। চেন্নাই থেকে বিমান অন্ডালে আসে সকাল ৮টা ২৫ নাগাদ। চেন্নাই থেকে বিমানটি ছাড়ে সকাল পৌনে ৬টায়। সেই বিমান শেষ পর্যন্ত আসবে কি না গভীর রাত পর্যন্ত জানা যায়নি। এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিস্থিতি যেমন হবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।