October 3, 2023

পাকিস্তানে এশিয়া কাপের ম্যাচে নিভল স্টেডিয়ামের ফ্লাড লাইট

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৬ সেপ্টেম্বর ২০২৩: পাকিস্তানের (Pakistan) সময় মোটেও ভাল যাচ্ছে না। দেশ ভুগছে চরম আর্থিক দুরাবস্থায়। বুধবার আবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের (Asia Cup) ম্যাচ চলাকালীন আচমকাই নিভে গেল মাঠের একটি ফ্লাডলাইট। বেশ খানিকক্ষণ বন্ধ থাকে ম্যাচ। বাংলাদেশ বনাম পাকিস্তানের (Pakistan vs Bangladesh) ম্যাচের সময় ঘটনাটি ঘটে।

এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দু’শোর নীচেই গুটিয়ে যায় বাংলাদেশ ইনিংস। পাকিস্তান ব্যাট করতে নামার পরে পাঁচ ওভার খেলা হয়। এরপরেই আচমকা আঁধার নেমে আসে স্টেডিয়ামে। বাধ্য হয়ে খেলা থামিয়ে দিতে  দেন আম্পায়াররা। মাঠ ছেড়ে বেরিয়ে আসেন ক্রিজে থাকা দুই পাকিস্তানি ব্যাটার অধিনায়ক বাবর আজম ও ফখর জামান এবং বাংলাদেশের খেলোয়াড়রা। প্রায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাড লাইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!