দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ঝাড়খন্ডের সিকাটিয়া জলাধার থেকে জল ছাড়ায় অজয়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টির জেরে সিকাটিয়া জলাধার থেকে সোমবার সন্ধ্যায় ৪২ হাজার কিউসেক হারে জল ছাড়া শুরু হয়। এর জেরে অজয়ে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। নিম্নবর্তী এলাকা পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান জুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন। নদের ধারে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে স্থানীয়দের। গবাদি পশু সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বসবাসকারী মানুষজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এদিকে অজয়ে জল বাড়ায় টুমনি নদীর জল অজয়ের মিশতে পারছে না। ফলে টুমনির জলে প্লাবিত হয়ে পড়েছে বিদবিহার ও মলানদিঘির বিষ্ণুপুরের কয়েক হাজার বিঘা জমি। চরম ক্ষতির মুখে চাষিরা। তাঁরা জানান, ধান জমি সব এখন জলের তলার। সরকার যদি বীমার মাধ্যমে ক্ষতিপূরণের ব্যবস্থা করে তাহলে তাঁরা উপকৃত হবেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।