
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ জুলাই ২০২৪: বৃষ্টি হতেই জল বেড়েছে কুনুরে। উৎপন্ন হচ্ছে বিপুল পরিমাণ ফেনা। কার্যত কুনুর নদ যেন ফেনার পাহাড়। বৃহস্পতিবার বিকালে এমন বিরল দৃশ্য দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে। দুর্গাপুরের বিজড়া থেকে ধবনি যাওয়ার রাস্তার মাঝে কুনুর নদীতে এই দৃশ্য দেখতে বহু মানুষ ভিড় করেন এদিন।
বিকেলে প্রথমে কয়েকজন এই দৃশ্য দেখে অবাক হয়ে যান। কিছুক্ষণের মধ্যেই ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুুষজন দাঁড়িয়ে ফেনার পাহাড় দেখতে শুরু করেন। ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। স্থানীয় বাসিন্দা শ্রীকান্ত কুন্ডুর দাবি, দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিভিন্ন প্রান্তে রয়েছে কুনুর নদের পাশেই বেসরকারি মিথেন গ্যাস উত্তোলককারী সংস্থা। সেই সংস্থার বর্জ্য মিশ্রিত দূষিত জল কুনুরে পড়ে এই পরিস্থিতি তৈরি করেছে। কুনুরে এমন ফেনার রূপ আগে কখনও দেখা যায়নি।
ঘাঘড়বুড়ি মন্দিরে গিয়ে অনেকেই এমন ফেনার পাহাড় দেখেছেন। ব্যাঙ্গালুরুতেও দূষণের জন্য এমন ফেনার পাহাড়ের ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। এবার কুনুর নদেও একই ছবি দেখা গেল। স্থানীয়দের দাবি, এই ফেনা দেখেই বোঝা যাচ্ছে জল কতটা দূষিত হয়েছে। এই জল চাষের জমিতে পড়লে যেমন ক্ষতি হবে তেমনি মাছও বাঁচতে পারবে না। এ বিষয়ে প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সীতারাম রুইদাস বলেন, “এমন দৃশ্য আগে কোনওদিন দেখা যায়নি। আমরা ইতিমধ্যেই ব্লক প্রশাসনের আধিকারিকদের বিষয়টি জানিয়েছি। জল পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। তারপরেই আসল কারণ বোঝা যাবে।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।