অনুর্ধ ১৭ বিভাগের ফুটবলার বাছাই শিবির হচ্ছে উখড়ায়
দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ২৪ জুলাই ২০২৪: কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবে মফঃস্বলের কিশোরদের খেলার সুযোগ! পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যানস ক্লাব এবং উখরার পূজারী ময়দান ফুটবল কোচিং ক্যাম্পের সহায়তায় ফুটবলার বাছাই শিবির চলছে। উখড়া পূজারী ফুটবল ময়দানে দু’দিন ধরে অনুর্ধ ১৭ বিভাগে ফুটবলার নির্বাচনের ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
গ্রাম বাংলা থেকে ফুটবল প্রতিভা খুঁজে বের করতে হাজির হয়েছেন ইস্ট বেঙ্গলের অনুর্ধ ১৭ দলের কোচ হীরক সাহা, ইস্ট বেঙ্গল দলের এক্সিকিউটিভ কমিটি সদস্য বীরেন্দ্র কুমার সাহা। উখড়া এবং আশপাশের জায়গা ছাড়াও এই ক্যাম্পে ভিন জেলা থেকেও ছেলেরা এসেছে। সব মিলিয়ে ক্যাম্পে প্রায় ৪০০ জন ফুটবলার যোগ দিয়েছে। উখড়া পূজারী ফুটবল ময়দান কোচিং ক্যাম্পের কোচ তীর্থ চ্যাটার্জি বলেন, আমাদের কাছে সৌভাগ্যের ও গর্বের যে আজ উখড়া এলাকার পূজারী ময়দানে ইস্ট বেঙ্গল থেকে কর্তারা এসেছেন ভবিষ্যতের ফুটবল প্রতিভা খুঁজে বের করতে।
ইস্ট বেঙ্গলের অনুর্ধ ১৭ দলের কোচ হীরক সাহা বলেন, দুদিন ধরে চলবে এই ফুটবলার বাছাই ক্যাম্প। উপযুক্ত মনে হলেই তাকে নিয়ে যাওয়া হবে কলকাতায়। সেখানে ইস্টবেঙ্গলের মাঠে আবার তাদের পরীক্ষা হবে। সব পরীক্ষায় উত্তীর্ণ হলে জায়গা মিলবে ইস্ট বেঙ্গল দলে। ইস্ট বেঙ্গল ক্লাবের এক্সিকিউটিভ সদস্য বীরেন্দ্র কুমার সাহা জানান, ইস্টবেঙ্গল দল সারা বছর এইভাবে বিভিন্ন জেলা থেকে ফুটবলার বাছাই করে। তব শুধু বাংলা থেকে ফুটবলার নিয়ে ভালো দল তৈরি হবে না, ভিন রাজ্য থেকেও প্রতিভা খুঁজে বের করে আনতে হবে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।