দুর্গাপুর দর্পণ, ১৪ জুন ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসা পঞ্চায়েত সমিতির টোল বন্ধ ২ বছর ধরে। কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। বালি, পাথর সহ একের পর এক ভারী গাড়ি যাতায়াত করছে। জমা পড়ছে না টোল। কয়েক বছর আগে কাঁকসার শিবপুরে কাঁকসা পঞ্চায়েত সমিতির ওই টোলের মেয়াদ শেষ হয়। নতুন সংস্থাকে আর দায়িত্ব দেওয়া হয়নি।
জানা যায়, ২০২১ সালের আগস্ট মাসে কাঁকসা পঞ্চায়েত সমিতিতে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়। টেন্ডারের অংশ নেন কাঁকসার বিভিন্ন প্রান্তের মানুষ। সর্বোচ্চ দর দাখিল করে কাঁকসার জাঠ গড়িয়ার একটি সংস্থা। তারপরেই অনলাইন টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে নামেন ওই গ্রামেরই একাংশ। ফলে জাঠ গড়িয়ার ওই সংস্থা সর্বোচ্চ দর দাখিলের পরেও টোল আদায়ের অনুমতি পায়নি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দু বছরের অধিক সময় ধরে টোল আদায় বন্ধ। বিজেপির অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সরকারী কোষাগরে জমা পড়ছে না রাজস্ব। কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য দাবি করেন, দ্রুত অনলাইন টেন্ডার করে ফের টোল আদায় শুরু হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।