![Swami vivekananda](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/01/Swami-vivekananda.jpg?fit=506%2C646&ssl=1)
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৭ জানুয়ারি ২০২৪: স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন ১২ জানুয়ারি। প্রতি বছর এই দিনটি সারা দেশে জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়। ১৯৮৫ সাল থেকে ভারত সরকার এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করে আসছে। স্বামীজির সন্ন্যাসীর পোশাক নিয়ে একবার এক বিদেশী কটাক্ষ করেছিলেন। জবাবে স্বামীজি কী বলেছিলেন? কী ঘটেছিল সেদিন?
সাধারণ সন্ন্যাসীর পোশাক পরে বিদেশে ঘোরাঘুরি করছিলেন স্বামীজি। একজন বিদেশী এসে বিবেকানন্দের পাগড়ি টেনে দেন। স্বামীজি স্পষ্ট ইংরেজিতে তাঁকে জিজ্ঞাসা করলেন, কেন তিনি এমনটা করলেন? সন্ন্যাসীর মুখে এমন ইংরাজি শুনে তাজ্জব বিদেশী। তিনি স্বামীজিকে জিজ্ঞেস করলেন, আপনি কি শিক্ষিত? আপনার পোশাক দেখে তেমন মনে হয় না!
জবাবে স্বামীজি তাঁকে বলেন, হ্যাঁ, আমি একজন শিক্ষিত ভদ্রলোক। আপনাদের দেশে একজন দর্জি নির্দিষ্ট পোশাক বানিয়ে দিয়ে একজন মানুষকে ভদ্রলোক করে। কিন্তু আমার দেশে একজন মানুষের আচরণ তাঁকে ভদ্রলোক করে। বিদেশী এই উত্তরে বিব্রত বোধ করে স্থানত্যাগ করেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।