আগুন লাগার কারণ জানতে ফরেন্সিক পরীক্ষা হবে: এডিডিএ চেয়ারম্যান

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ সেপ্টেম্বর ২০২৩: সোমবার গভীর রাতে বিধ্বংসী আগুন লাগে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (ADDA) ভবনে। বেশ কয়েকটি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনে। তবে পুরোপুরি নিভতে আরও কয়েকঘন্টা লেগে যায়। ভিতরে বহু কাগজপত্র পুড়ে গিয়েছে।
দেখুন ভিডিও
প্রায় ৬ ঘন্টা পরে আগুন অনেকখানি নিভে গেলে পর্ষদের কার্য্যালয়ের ভিতরে ঢুকতেই দেখা যায়, চারিদিকে কাগজপত্র পড়ে রয়েছে দগ্ধ অবস্থায়। পুড়ে গিয়েছে আসবাবপত্র। সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ায় চিন্তার ভাঁজও পড়েছে দুর্গাপুরের মানুষের মধ্যে। কারণ, এই কার্য্যালয়েই জমি জমা সংক্রান্ত, আবাসন সংক্রান্ত সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথিপত্র জমা থাকে। সেই গুরুত্বপূর্ণ নথিপত্র দগ্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন- এডিডিএ-তে আগুন কেন লাগল? ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিরোধীরা!
আগুন কীভাবে লাগল তা খতিয়ে দেখতে ফরেন্সিক পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘বিরোধীদের অতি উৎসাহিত হওয়ার দরকার নেই। আগুন পুরোপুরি নিভে গেলেই ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন পরীক্ষা করার জন্য। তাঁরা নমুনা সংগ্রহ করে তদন্ত চালাবেন।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।