নেকড়ের ভয়! কাঁকসায় মাধ্যমিক পরীক্ষার্থীদের এসকর্ট করে নিয়ে যাচ্ছে বন দপ্তর

নেকড়ের ভয়! কাঁকসায় মাধ্যমিক পরীক্ষার্থীদের এসকর্ট করে নিয়ে যাচ্ছে বন দপ্তর
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

সনাতন গরাই, দুর্গাপুর: সামনে মাধ্যমিক পরীক্ষার্থীরা আর পিছনে সাইরেন বাজিয়ে এগিয়ে চলেছে ‘ঐরাবত’! বন দফতরের বিশেষ নজরদারি কাঁকসার জঙ্গলমহলে। ২০২৪ সালে উত্তরবঙ্গে দাঁতাল হাতির আক্রমণে মৃত্যু হয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থীর। তারপর থেকে রাজ্য বন দফতরের পক্ষ থেকে কড়া নজরদারি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া সহ একাধিক জঙ্গল লাগোয়া এলাকাতেও চলছে নজরদারি।

কাঁকসার জঙ্গলমহলেও রয়েছে ভারতীয় প্রজাতির নেকড়ের মত হিংস্র জীবজন্তু। মাস খানেক আগে বুদবুদের দেবশালার জঙ্গলে নেকড়ের আক্রমণে জখমের ঘটনাও ঘটেছিল। এমন পরিস্থিতিতে কোনওভাবেই মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে বিপদে পড়তে না হয় সেজন্য মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বাড়তি নজরদারি শুরু করেছে বর্ধমান বন বিভাগ।

সোমবার দুর্গাপুর রেঞ্জের বন কর্মীদের এসকর্ট করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে দেখা গেল। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন সকালেই ঐরাবত নামক বনদপ্তরের বিশেষ গাড়ি এবং অন্য কয়েকটি গাড়ি মলানদিঘীর সরস্বতীগঞ্জ, রক্ষিতপুর, চুয়া, ত্রিলোকচন্দ্রপুর এলাকায় পৌঁছে গেল। সেইসব এলাকা থেকে পরীক্ষার্থীদের এসকর্ট করে মলানদিঘীর পরীক্ষা কেন্দ্রে, দেবশালা পরীক্ষা কেন্দ্রে, ত্রিলোকচন্দ্রপুর পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে দেখা গেল। যাদের বাইক বা সাইকেল নেই তাদের গাড়িতে চাপিয়ে নিয়ে যেতে দেখা গেল। বনদপ্তরের এই নজরদারিতে খুশি পরীক্ষার্থীরা।

তরুণ রুইদাস নামের এক পরীক্ষার্থী বলে, “জঙ্গল পার হতে ভয়ই লাগে। তবে আজ আর ভয় নেই। আমাদের একেবারে অভিভাবকদের মত পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছে বনদপ্তরের কাকুরা। খুব খুশি আমরা।” বনদপ্তর এর কর্মী মনোহর ঘোষ বলেন, “শুধু বন্যপ্রাণীদের আক্রমণের হাত থেকে রক্ষা করাই নয়, পরীক্ষার্থীদের দুর্ঘটনার কবলেও যাতে পড়তে না হয় সেদিকেও আমাদের নজরদারি রয়েছে। সেই জন্য আমাদের গাড়ি পিছনে রয়েছে। সামনে সাইকেল নিয়ে যাচ্ছে পরীক্ষার্থীরা। প্রয়োজনে গাড়ির সাইরেনও বাজাচ্ছি আমরা। পরীক্ষার দিনগুলোতে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছেও দেওয়ার হবে আবার পরীক্ষা শেষে বাড়িতেও পৌঁছে দেওয়া হবে।” দুর্গাপুর বনাঞ্চলের রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “সর্বক্ষণই আমাদের জঙ্গল লাগোয়া এলাকায় নজরদারি চলে। পরীক্ষার দিনগুলোতে বিশেষ নজরদারি চলছে। পরীক্ষার দিনগুলি দিনভর নজরদারি চালানো হবে জঙ্গল এলাকার স্কুলগুলিতে এবং জঙ্গলের রাস্তায়।” (The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
মাধ্যমিক পরীক্ষার্থীদের এসকর্ট করে নিয়ে যাচ্ছে বন দফতর
News
মাধ্যমিক পরীক্ষার্থীদের এসকর্ট করে নিয়ে যাচ্ছে বন দফতর
:
'DURGAPUR DARPAN' is working to inform readers of important news of Durgapur, surrounding districts, country and abroad.
Published By
Publisher
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!