![forest](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/12/WhatsApp-Image-2024-12-20-at-07.57.41.jpeg?fit=1024%2C568&ssl=1)
সনাতন গড়াই, কাঁকসা: পর পর শাল গাছ কেটে হাপিস করার ছক কষেছিল জমি মালিক। কিন্তু বাদ সাধল বন দফতর। বাজেয়াপ্ত করা হল ১৩০টি শাল গাছ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানাগড় বনাঞ্চলের অধীনে আদুরিয়া বিট এলাকায় জহিরউদ্দিন মোল্লা নামের এক ব্যক্তি বিনা অনুমতিতে তার নিজের জমি থেকে প্রায় ১৩০ টি শাল গাছ কেটেছে। তারপর সেই শাল গাছ পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
খবর পেয়ে বন দফতরের আধিকারিকরা হানা দেন। বাজেয়াপ্ত করা হয় গাছগুলি। বিনা অনুমতিতে কেন গাছ কাটা হয়েছে, তা নিয়ে তাকে নোটিশ ধরানো হয়। এই ঘটনা ঘিরে শুরু হয় ব্যাপক চাঞ্চল্য। পানাগড় বনাঞ্চলের রেঞ্জার প্রণব কুমার দাস বলেন, “বাজেয়াপ্ত করা হয়েছে ১৩০ টি গাছ। বন দফতরের অনুমতি ছাড়া গাছ কাটা যায় না। উনি কার অনুমতি নিয়ে গাছগুলি কেটেছিলেন সেটা জানতে চাওয়া হয়েছে। সেইজন্য নোটিশ দেওয়া হয়েছে।” তবে এতগুলো গাছ কেটে ফেলার আগে বন দফতর কেন সজাগ হল না, তা নিয়ে উঠছে প্রশ্ন। আগাম খবর ছিল না নাকি কোনও প্রভাবশালীর মদতে কাটা হয়েছিল গাছগুলি, তার উত্তর খুঁজছেন স্থানীয়রা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
![কাটা পড়ল ১৩০টি শাল গাছ, অবশেষে নড়েচড়ে বসল বন দফতর](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/12/WhatsApp-Image-2024-12-20-at-07.57.41.jpeg?w=180&ssl=1)