You are currently viewing ট্রেনের টিকিটের জাল কারবার, পিয়ারিগঞ্জ থেকে গ্রেফতার যুবক

ট্রেনের টিকিটের জাল কারবার, পিয়ারিগঞ্জ থেকে গ্রেফতার যুবক

দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ৯ অক্টোবর ২০২৩: ট্রেনের টিকিটের অবৈধ কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পানাগড় রেলপুলিশ। রবিবার সন্ধ্যায় তাকে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসা থানার ত্রিলোকচন্দ্রপুরের পিয়ারিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে অভিযোগ, আইআরসিটিসির জাল আইডি তৈরি করে টিকিটের বেআইনি কারবার ফেঁদে বসেছিল সে। রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে রাহুল কর্মকার নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। পানাগড় আরপিএফ পোস্ট ইন্সপেক্টর সঞ্জয় কুমার জানান, পিয়ারিগঞ্জ এলাকায় দোকান থেকে আইআরসিটিসির আইডি নকল করে যাত্রীদের কাছে রেলের টিকিট বিক্রি করতো সে। তার দোকান থেকে ল্যাপটপ, মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে সোমবার আসানসোল জেলা আদালতে পাঠানো হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

আরও পড়ুন- হাই টেনশন লাইনে লেগে ঝলসে গেলেন ২ রাজমিস্ত্রি

Leave a Reply