দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৮ আগস্ট ২০২৪: প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বামফ্রন্ট সরকারের দ্বিতীয় ও শেষ মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। সকালে প্রাতঃরাশের পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। নিজের পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই সকাল ৮টা ২০ নাগাদ তিনি প্রয়াত হন। দীর্ঘ দিন ধরেই তিনি গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
গত বছরের ২৯ জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। ফুসফুস এবং শ্বাসনালিতে গুরুতর সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসায় ধীরে ধীরে উন্নতি হয়। শেষ পর্যন্ত ৯ অগস্ট হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। তার অনেক আগে থেকেই শারীরিক কারণে তিনি বাড়ির বাইরে বেরোতেন না। ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। এদিন তাঁর মৃত্যুর খবর পেয়ে দ্রুত বাড়িতে আসেন তাঁর সন্তান সুচেতনা। তিনিই মিডিয়াকে বাবার মৃত্যু সংবাদ দেন বলে জানা গিয়েছে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#Buddhadeb Bhattacharjee