দুর্গাপুর: বৃহস্পতিবার বিকালে নবান্নে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের এক প্রাক্তন কাউন্সিলর এবং এক প্রাক্তন কাউন্সিলরের স্বামীকে গ্রেফতার করল পুলিশ। দু’জনের বিরুদ্ধে লোহার অবৈধ কারবারের অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল ৩৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী এবং ৪২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কি পাঁজার স্বামী রিন্টু পাঁজা। রিন্টু বর্তমানে তৃণমূলের ৩ নম্বর ব্লকের সহ সভাপতি-ও। যদিও, এই ঘটনাকে দুর্নীতি ঢাকতে তৃণমূলের আইওয়াশ বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্ব। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “দলের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে দল বরদাস্ত করবে না।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেই তাদের কোকওভেন থানায় ডেকে পাঠানো হয়। জেরা করার পরে শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। সকালে তাদের নিয়ে যাওয়া হয় দুর্গাপুর থানায়। দুর্গাপুর আদালতে তুলে পুলিশ হেফাজতের দাবি জানানো হবে। সিআইডি তাদের জেরা করতে পারে বলে সূত্রের খবর। এই ঘটনায় শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাসপেন্ড করা হয়েছে বারাবনি থানার ওসি মনোরঞ্জন মন্ডলকে। আরও কয়েকজন পুলিশ কর্মীর বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।