দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ এপ্রিল ২০২৪: রবিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের এক প্রাক্তন সিপিএম কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে। এদিন সন্ধ্যায় ক্ষুদিরাম মাঠে আয়োজিত এক সভায় বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের হাত থেকে তিনি ও তাঁর অনুগামীরা বিজেপির পতাকা তুলে নেন। এদিন দিলীপ ঘোষ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুইয়ের বিধায়ক কার্য্যালয়েরও উদ্বোধন করেন। তবে তৃণমূল অভিযোগ করেছে, সেই কার্য্যালয় গড়ে উঠেছে দুর্গাপুর ইস্পাত কারখানার (ডিএসপি) জমিতে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, ৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সিপিএম কাউন্সিলর চন্দনা দে এদিন বিজেপিতে যোগ দেন। তিনি দুর্গাপুর পুরসভায় ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত কাউন্সিলর ছিলেন। তবে গত কয়েকবছরে তাঁকে সিপিএমের কোনও কর্মসূচিতে দেখা যেত না। এদিন তাঁর সঙ্গে আরও প্রায় ৫০ জন মহিলা বিজেপিতে যোগদান করেন।
এদিন ডিএসপির জমিতে বিধায়ক কার্য্যালয় উদ্বোধনের তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ওদের কার্য্যালয়গুলো কোথায় আছে? আমি তো খড়গপুরে ছিলাম। রেলের কোয়ার্টার, রেলের জমি দখল করে ওরাই এসব শুরু করেছে। যতক্ষণ না ওঁদেরকে বেদখল করব, এই রাস্তাতেই হাঁটব। এটাই রাজনীতি পশ্চিমবাংলায়। ময়দানের বাইরে গিয়ে লড়াই করব না, ভেতরে ঢুকে মারব বলে হুঁশিয়ারি দেন দিলীপ। তৃণমূল এর তীব্র নিন্দা করেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
#2024loksabhaelection #tmc #bjp