You are currently viewing প্রাক্তন প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে স্মরণ অনুষ্ঠান দুর্গাপুরে

প্রাক্তন প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে স্মরণ অনুষ্ঠান দুর্গাপুরে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩১ অক্টোবর ২০২৩: মঙ্গলবার প্রাক্তন প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। ডিএসপি টাউনশিপের কণিষ্ক রোড এলাকায় দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবাদলের উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়, মহকুমা কংগ্রেস সেবাদলের চেয়ারম্যান অমল হালদার, ইনটাক নেতা রানা সরকার, অমল হালদার , অসীম সাহা, তুষার ঘোষ, যুব কংগ্রেস নেতা সুব্রত ঘোষ, মহিলা কংগ্রেস নেত্রী সঙ্গীতা ঘোষ প্রমুখ।

স্মরণ সভার শুরুতে তরুণবাবু প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে মাল্য দান করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ইন্দিরা গান্ধী তাঁর সময়ে কালে একাধারে দেশের আর্থিক ও সামাজিক বুনিয়াদ দৃঢ় করেছেন। তেমনই বৈদেশিক ক্ষেত্রে চরম কৃতিত্বের সাক্ষর রেখেছেন। জাতীয়তাবাদের আদর্শে তিনি অবিচল ছিলেন। দেশের সেবা করতে গিয়েই তিনি আজকের দিনে ২৯টি গুলি খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply