দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের এমএএমসি টাউনশিপ মডার্ন হাই স্কুলের (উচ্চ মাধ্যমিক) প্রতিষ্ঠা দিবস পালিত হল। এদিন স্বাধীনতা দিবস পালনের সঙ্গে সঙ্গে স্কুলের ৪৬ তম প্রতিষ্ঠা দিবসও পালন করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত প্রমুখ। স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্কুলের পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক তরুণ ভট্টাচার্য। এদিন স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ৫৩ জন স্টার প্রাপক কৃতী পড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া ছিল প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় আড়াই হাজার পড়ুয়া ও অভিভাবক অনুষ্ঠানে যোগ দেয় বলে জানান প্রধান শিক্ষক। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।