দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৭ অক্টোবর ২০২৩: শুরুটা করেছিল নদিয়ার (Nadia) কল্যাণীর লুমিনাস ক্লাব। এরপর একে একে টালা প্রত্যয়, বরানগরের নেতাজি কলোনি লো ল্যান্ড, বরানগর বন্ধুদল স্পোর্টিং ক্লাব। পর পর চারটি ক্লাবই রাজ্যপালের দেওয়া দুর্গারত্ন সম্মান প্রত্যাখ্যান করল। সবারই রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ!
বরানগরের দুই ক্লাবের হয়ে সাংবাদিক সম্মেলন করে স্থানীয় বিধায়ক তাপস রায় জানিয়ে দেন, দুটি ক্লাবের কর্মসমিতি আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্যের ২১-২২ লক্ষ মানুষ কাজ করেও মজুরি পাচ্ছেন না। তার প্রতিবাদেই এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, রাজভবন সূত্রে জানানো হয়েছিল, সাধারণ মানুষের ভোটের মাধ্যমে এই চারটি ক্লাবকে বেছে নিয়ে পুরস্কৃত করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।