দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১০ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বাচিক শিল্প সংস্থা স্বরবাক এর চতুর্থ বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হল ৯ মার্চ সন্ধ্যায়। ডিএসপি টাউনশিপের দেশবন্ধু ভবন প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের উদ্বোধন করেন আসানসোল মহকুমার তথ্য সংস্কৃতি আধিকারিক নরেন্দ্রনাথ দত্ত, স্বরবাকের সভাপতি ডঃ রুনু মুখোপাধ্যায় প্রমুখ। স্বরবাকের শিক্ষার্থীদের সমবেত রবীন্দ্র কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
স্বরবাক নিবেদিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তাসের ঘর গল্প অবলম্বনে শৈল’র বাড়ি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস কবিতা অবলম্বনে সাগর থেকে ফেরা কথানাটক পরিবেশিত হয়। নাট্যরূপ এবং নির্দেশনার দায়িত্বে ছিলেন বিপ্লব মুখোপাধ্যায়। এছাড়া ছিল দুর্গাপুর রম্যবীণার সমবেত সঙ্গীত, সঙ্গীত শিল্পী ঋতুকণা ভৌমিকের রবীন্দ্র গান এবং দুর্গাপুর শ্রুতিরঙ্গম এবং ছন্দনীড় সংস্থার বাচিক উপস্থাপনা।
কবিতার নৃত্যরূপ পরিবেশন করেন নৃত্যশিল্পী দেবায়ণা ও বাচিক শিল্পী অদ্রিজা। ইতিপূর্বে আয়োজিত সংস্থা পরিচালিত আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় এদিন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পী ও সংস্থাগুলিকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান শেষ হয় অম্বিকা ভাণ্ডারী পরিচালিত আরাধনা ড্যান্স অ্যাকাডেমির রবীন্দ্রনৃত্য পরিবেশনের মাধ্যমে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।