দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর শহরের বিভিন্ন এলাকায় জঙ্গল, ঝোঁপঝাড় রয়েছে। সেই সব জায়গায় বিভিন্ন বন্যজন্তু বসবাস করে থাকে। জঙ্গলে খাবারের অভাবে বিভিন্ন সময়ে লোকালয়ে ঢুকে পড়ে বিভিন্ন জন্তু। বিশেষ করে শিয়ালের দলকে এখন দিনের বেলাতেও ঘুরে বেড়াতে দেখা যায় কিছু জায়গায়।
ব্যস্ত সড়কে দ্রুত গতিতে চলা চল করে যানবাহন। মাঝে মাঝেই সেই সব যানবাহনের চাকার তলায় পড়ে বন্য জন্তু জখম হওয়া এমনকি প্রাণ হারানোর ঘটনাও ঘটে। বৃহস্পতিবার সকালে একটি রক্তাক্ত মৃত শিয়াল দেখতে পান স্থানীয়রা। সিটি সেন্টার বাসস্ট্যান্ড থেকে ডিভিসি মোড় যাওয়ার রাস্তার মাঝে ভগৎ সিং স্টেডিয়ামের সামনে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই শিয়ালটির।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
ওই রাস্তার দুই পাশে রয়েছে ঘন জঙ্গল। স্থানীয় বাসিন্দারা জানান, জঙ্গলে খাবারের অভাবে লোকালয়ে আসছে শিয়ালের দল। রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই শিয়ালটির। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তাঁরা জানান, এই এলাকায় সন্ধ্যার পরে বন্য জীবজন্তুর আনাগোনা বাড়ে। তাই বন দফতরের তরফে এই রাস্তায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ করার বার্তা দিয়ে বোর্ড লাগানোর দাবি জানান তাঁরা। তা না হলে এভাবে মৃত্যুর মুখে পড়তে হবে আরও বন্যপ্রাণীকে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।